বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeজাতীয়বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার

বাংলাদেশ প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপারে সব প্রকার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। রেলসেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এ উপলক্ষে সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন করতে দিনরাত এক করে কাজ করছেন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীরা। সেতুটি নির্মাণের ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে।

সেতুটির নির্মাণকাজ হবে দুই ভাগে। একটি টাঙ্গাইল অংশে, অন্যটি সিরাজগঞ্জ অংশে। আগামী ২০২৪ সালেই এই সেতুর নির্মাণকাজ শেষ হবে। সেতু দিয়ে ১০০ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে। ফলে দেশে রেলের চাহিদা পূরণ হবে।

জাপানের আর্থিক সহায়তায় এর নির্মাণ ব্যয় হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments