শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়রোজিনা ইসলাম যেন ন্যায়বিচার পান তা দেখছে সরকার: তথ্যমন্ত্রী

রোজিনা ইসলাম যেন ন্যায়বিচার পান তা দেখছে সরকার: তথ্যমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনুমতি ছাড়া রাষ্ট্রীয় গোপন নথি নেয়া অন্যায়। তারপরও সাংবাদিক রোজিনা ইসলাম যেন ন্যায়বিচার পান তা দেখছে সরকার।

বুধবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সরকার সাংবাদিকদের মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সরকারি প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আমি আপনি যে কেউ সে প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া নন ডিসপ্লোজাল আইটেম আমরা নিয়ে আসি তাহলে সেটি অন্যায়। সেই প্রতিষ্ঠান আইনগত ব্যবস্থা নিতে পারবে।

আরও পড়ুন: সুলতানের বিরুদ্ধে রিকশাওয়ালার মামলা

এ ঘটনায় নিয়ে মামলাও হয়েছে। সেটি তদন্তাধীন রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে। রোজিনা ইসলাম যাতে সুবিচার পায়। সেটা অবশ্যই আমরা নিশ্চিত করবো।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ।

এছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ,সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments