শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বেশি দক্ষতা অর্জন করতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি...

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বেশি দক্ষতা অর্জন করতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

স্বপন কুমার কুন্ডু: চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে। তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হল দেশীয় গবেষণা ও গবেষণায় ক্যারিয়ার উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান একথা বলেন।

শনিবার ৩ সেপ্টেম্বর) বিকালে টিএসসি অডিটোরিয়ামে উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সময় আমরা মুক্তিযুদ্ধ করেছি। ৩০ লাখ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছে। তোমাদের তাদের স্বপ্ন পূরণ করতে হবে। জ্ঞান বড় সম্পদ, চর্চায় বেড়ে যায়। নদীর স্রোতের মতো থেমে গেলে মরে যায়। আমাদের অনেক দূর যেতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে। তোমরা যে বিষয় নিয়ে কাজ করছো, এটা আত্মস্থ করার চেষ্টা করো। উপভোগ করো। তোমাকে বিষয়টা উপভোগ করতে হবে। এর মধ্য দিয়ে তোমরা জাতি সমাজকে এগিয়ে নিয়ে যাবে। সরকার সকল আয়োজনে পাশে থাকবে।’

অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের পরিচালক (উপ-সচিব) এ. কে. এম. লুৎফুর রহমান সিদ্দীক, ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্সস সোসাইটির মডারেটর অধ্যাপক ড. লাফিফা জামাল, সোসাইটির সভাপতি মাহমুদা কবির শাওন উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments