বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeজাতীয়হজের খরচ কমানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ধর্ম মন্ত্রণালয়

হজের খরচ কমানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ প্রতিবেদক: ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, হজ প্যাকেজের দাম কমানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো আদালতের আদেশের অনুলিপি পাইনি। যদি নতুন কোনো সিদ্ধান্ত হয়, আমরা পরে আপনাদেরকে জানাব।’

তিনি আরো বলেন, বিদ্যমান প্যাকেজের অধীনে হজের নিবন্ধন আজ শেষ হচ্ছে। ইচ্ছুক হজযাত্রীদের এ সময়ের মধ্যে ব্যাংকে টাকা জমা দিতে হবে।

রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মতিউল।

১৫ মার্চ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নয় হাজার ৫৬৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ২৪৬ জন হজে নিবন্ধন করেছেন।

তিনি বলেন, নিবন্ধনের জন্য এখনো ২৫ হাজার ৪৮০টি খালি কোটা রয়েছে।

বুধবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে হজ প্যাকেজ খরচ কমানোর উদ্যোগ নিতে বলেছেন হাইকোর্ট।

চলতি বছর হজের উচ্চ ব্যয় নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাখ্যা শুনে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মাদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার আদালত প্রশ্ন তোলেন যে সরকার নির্ধারিত প্যাকেজের খরচে সাধারণ মানুষ কিভাবে হজ করবে।

এতে প্রশ্ন করা হয়, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো সরকার কেন হজের জন্য বাজেট বরাদ্দ করে না?

এ বছর সরকারের দেয়া হজ প্যাকেজ সংশোধন নিয়ে এক রিট আবেদনের শুনানিকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মাদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

এর আগে ১ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় একটি স্মারকলিপিতে ২০২৩ সালের হজ প্যাকেজ ঘোষণা করে।

প্যাকেজ অনুসারে, একজন ব্যক্তিকে এই বছর হজ করতে ছয় লাখ ৮৩ হাজার টাকা খরচ করতে হবে। ২০২২ সালে যার পরিমাণ ছিল পাঁচ লাখ ২২ হাজার টাকা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments