রফিক সুলায়মান: ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মন্তুদ হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই খুনির নাম এখনো হংকং কনস্যুলেটে শোভা পাচ্ছে। এর ফলে ধারণা করা যাচ্ছে যে সকল খুনিকে পুরস্কার স্বরূপ জিয়াউর রহমান পররাষ্ট্র দপ্তরে চাকরি দিয়েছিলো তাদের অনেকের নামই কর্মরত দেশের অনার্স বোর্ডে জ্বলজ্বল করছে। হংকং কনসুলেটে মেজর ডালিম এবং নুর চৌধুরীর নাম রয়েছে। মেজর শরিফুল হক ডালিমকে আফ্রিকার একটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চাকরিরত অবস্থায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ১৯৯৫ এ। এই দুজনই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
নূর চৌধুরী ১৯৭৬ সালে তার প্রথম পোস্টিং পান ব্রাসিলিয়ায়। পরবর্তীতে তাকে আলজিয়ার্স ও হংকং এ বদলি করা হয়। তিনি বাংলাদেশের বিভিন্ন মিশনে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, কাউন্সিলর ও মিনিস্টার পদে কর্মরত ছিলেন। ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তার শেষ পোস্টিং ছিল হংকং এ মিনিস্টার হিসেবে । নূর চৌধুরী লাল পাসপোর্ট নিয়ে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে যান এবং একই বছর একই পাসপোর্ট নিয়ে কানাডায় প্রবেশ করেন।
শরিফুল হকের প্রথম পোস্টিং ছিল বেইজিং এ ১৯৭৬ সালে এবং তিনি সেখানে ১৯৮২ সাল পর্যন্ত ছিলেন। এরপর তাকে হংকং এ পোস্টিং দেওয়া হয় এবং তিনি সেখানে ১৯৮৮ সাল পর্যন্ত ছিলেন। এরপর তাকে কেনিয়ার রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়। ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কাজ করার পরে বিএনপি সরকারের সময়ে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ধারণা করা হয় শরিফুল হকের কেনিয়া এবং জিম্বাবুয়েতে ব্যবসা আছে।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ছয় খুনির ফাঁসির রায় কার্যকর হলেও বিদেশে পালিয়ে থাকা পাঁচজনকে দেশে ফিরিয়ে আনা এখনো সম্ভব হয়নি। পাঁচ পলাতক খুনির মধ্যে এই দুজন রয়েছে। একটি সূত্র জানিয়েছে যে এখন পর্যন্ত পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনের অবস্থান সনাক্ত হয়েছে। অপর তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিভিন্ন দেশের নিজস্ব আইন পলাতকদের ফেরানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে একদিকে এসব ঘাতক যেমন অধরাই রয়ে যাচ্ছে তেমনই এদের পাওয়ার অপেক্ষায়ই থাকতে হচ্ছে বাংলাদেশকে। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, গোপনীয়তার কারণে এ মুহূর্তে পলাতকদের ফিরিয়ে আনার ব্যাপারে সর্বশেষ তথ্য জানানো সম্ভব হচ্ছে না।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্যের হাতে সপরিবারে বাংলাদেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অপরাপর সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এরপর খুনিদের বিচারের পথ রুদ্ধ করে দেয় পরবর্তী সরকার। শুধু তা-ই নয়, খুনিদের বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দেওয়া হয়।
সামরিক সরকার এবং খালেদা জিয়ার প্রথম আমলে খুনিরা রাজনৈতিক দল গঠন করে অনেক অপকর্ম করে। কোনো কোনো খুনি এমপিও হয়। ১৯৯৬ সালের বিতর্কিত ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে অন্যতম খুনি রশিদকে তথাকথিত বিরোধী দলীয় নেতাও বানানো হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে করা ইমডেমনিটি আইন বাতিল করা হয়। এর মধ্য দিয়ে শুরু হয় খুনিদের বিচার প্রক্রিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১০ সালে ১২ খুনির মধ্যে পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তারা হলো : কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশীদ খান, লে. কর্নেল (অব.) মহিউদ্দিন আহমদ, মেজর (অব.) একে বজলুল হুদা এবং মেজর (অব.) একেএম মহিউদ্দিন (আর্টিলারি)। আর গত বছরের ১১ এপ্রিল রাতে বঙ্গবন্ধুর আরেক খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বাকি ছয়জনের মধ্যে আজিজ পাশা [অপর খুনি বজলুল হুদার ভগ্নিপতি] ২০০১ সালে জিম্বাবুয়েতে মৃত্যুবরণ করে বলে রটনা আছে।
এখনো অধরা ৫ খুনি লে. কর্নেল (বরখাস্ত) খন্দকার আবদুর রশিদ, মেজর (বরখাস্ত) শরিফুল হক ডালিম, লে. কর্নেল (অব.) এএম রাশেদ চৌধুরী, মেজর (অব.) এসএইচএমবি নূর চৌধুরী ও রিসালদার মোসলেম উদ্দিন খান। গ্রেফতার বা প্রত্যর্পণ ঠেকাতে যুক্তরাষ্ট্র, কানাডা, পাকিস্তান, লিবিয়াসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে বারবার অবস্থান বদল করেছে খুনিরা।