রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeজাতীয়পুরুষ দিয়েই চলছে নারীদের ময়নাতদন্ত

পুরুষ দিয়েই চলছে নারীদের ময়নাতদন্ত

মাসুদ রানা রাব্বানী : প্রত্যেক অপমৃত্যুতে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের সময় চিকিৎসকের কথায় নিহতের মরদেহের নমুনা সংগ্রহ করা হয় মৃত্যুও প্রকৃত কারণ উদঘাটনের জন্য। আলমত সংগ্রহ করতে ময়নাতদন্তের সব কাজ সম্পন্ন করেন ডোমেরা (যারা চিকিৎসকের উপস্থিতিতে মরদেহ কাটাছেঁড়া করে)। নিহত নারী হোক আর পুরুষ রাজশাহী বিভাগের সব হাসপাতালগুলোতে ময়নাতদন্ত করেন পুরুষ ডোম।

নিহত নারীদের স্বজনেরা বলছেন, সরকারি-বেসরকারি সব জায়গায় নারীরা কাজ করছেন। এমনকি মৃত নারীদের মরদেহ উদ্ধারে কাজও করেন নারীরা। কিন্তু নারীদের ময়নাতদন্তের কাজ করছেন পুরুষেরা। নিহত নারীর ক্ষেত্রে নারী ডোম দিয়ে ময়নাতদন্ত করা দরকার। প্রতিটি হাসপাতালে নারীদের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের দাবি জানান তারা।

ময়নাতদন্তের জন্য নারী ডোমের প্রয়োজনের কথা উল্লেখ করে রাজশাহী বিভাগের আট জেলার সদর হাসপাতালের অধিকাংশ ডোম জানান, নারীদের ময়নাতদন্ত করতে গিয়ে আমাদের স্যান্টিমেন্টে (বিবেকে) লাগে। সবারই তো মা-বোন আছে। তবে প্রতিটি হাসপাতালে নারী ও পুরুষ উভয় ডোম থাকলে ভালো হয়। পুরুষের ক্ষেত্রে পুরুষ, আর নারীদের ক্ষেত্রে নারী ডোম ময়নাতদন্তের কাজ করবেন। এজন্য কোনো কোনো সময় নারীদের ময়নাতদন্ত নিয়ে নিহতের স্বজনেরা আপত্তি জানায়।

২০২২ সালের শুরুর দিকে কিটনাশক পানে মৃত্যু হয় মোহনপুর উপজেলার কইকুড়ি গ্রামের মীম খাতুনের। পরে পুরুষ ডোম দিয়ে তার ময়নাতদন্ত হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। বোনের ময়নাতদন্ত নিয়ে মোঃ মাসুম বলেন, চিকিৎসার ক্ষেত্রে নারীদের জন্য নারী চিকিৎসক রয়েছে। প্রশাসনিক বিভিন্ন কাজে নারীদের জন্য নারীরা রয়েছেন। আর হাসপাতালে পুরুষ ডোম নারীদের ময়নাতদন্ত করে। হাসপাতালে নারী ডোম থাকলে ভালো হয়। নারীরা নারীদের ময়নাতদন্ত করবেন। আর পুরুষেরা পুরুষদের ময়নাতদন্ত করবেন। শুধু মীম নয়, প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে নারীদের ময়নাতদন্ত হচ্ছে। এই সব ময়নাতদন্তগুলো পুরুষ ডোমেরাই করে থাকেন। তবে নারীরা কি ডোম পেশায় আসবেন? এমন কথার উত্তরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ডোম শ্রী দিপন কুমার বলেন, তাদের স্বজাতির দুই নারীর কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তারা ময়নাতদন্তের কাজে করতে আগ্রহী। তাই নিজেদের কাগজপত্র দিয়েছে। এই নারীর কাগজগুলো মেডিকেলে কলেজে জমা দেওয়া হয়েছে। এছাড়া তাদের ময়নাতদন্তের কাজগুলো শিখিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে রামেক হাসপাতালের ডোমের কাজ করা শ্রী তপন দাস বলেন, নারী ডোম অবশ্যই দরকার। নারীদের ময়নাতদন্ত নারীরা করবে। দেখেন ডাক্তার নারী হচ্ছে, নার্স নারী হচ্ছে। এই নারীরাই বড় বড় অপারেশন করছে। তারা শিখেছে

বলেই করতে পারছে। তাহলে কেন নারীরা ময়নাতদন্ত করতে পারবে না। তাদের শিখিয়ে দিলে তারাও ময়নাতদন্ত করতে পারবে। নারী ডোম নিয়োগের বিষয়টি আমরা কর্তৃপক্ষকে বলেছি। এখন পর্যন্ত কারো নিয়োগ হয়নি। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অধ্যক্ষ নওশাদ আলী বলেন, আমাদের হাসপাতালে কোনো নিয়োগপ্রাপ্ত ডোম নেই। আউট সোর্সিংয়ে একজনকে দিয়ে কাজ করানো হচ্ছে। এই হাসপাতালে কোনো নারী ডোম নেয়। দুইজন নারী ও দুইজন পুরুষ ডোম নিয়োগের জন্য প্রায় ১০ বছর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন ডোম নিয়োগ দেওয়া হয়নি।

এ বিষয়ে কথা বলতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেন্সিক চিকিৎসক ডা. কফিল উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি।

তবে বিষয়টি নিয়ে কথা হয় হাসপাতালের সাবেক ফরেন্সিক চিকিৎসক মনসুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, আর সামাজিকভাবেই বলেন নারী ডোম দরকার। বর্তমানে ধর্ষণ ছাড়াও নারীদের বিভিন্ন বিষয়ের পরীক্ষাগুলো নারীদের দিয়ে করানো হয়। ময়নাতদন্তের বিষয়গুলো ভীতিকর। তাই এই কাজে নারী আসতে চাই না।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা আনারুল কবীর বলেন, হাসপাতালগুলোতে পুরুষ ডোমের সঙ্কট রয়েছে। তারপরে নারী ডোম নিয়োগের বিষয়টি ভালো বলেছেন। আসলে এই পেশায় নারীরা আসবে কি না এটা একটা ব্যাপার। হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের বিষয়টি যথাযথ জায়গায় জানানো হবে

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments