কাগজ প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের প্রতিহিংসামূলক মামলায় খালেদা জিয়া কারাগারে। আমাদের দলের অনেক নেতাকর্মীই জেলে। এমন প্রতিকূল পরিস্থিতিতেও আমরা নির্বাচন করছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনি কেঁদে দেন।
সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, বিএনপির অনেককে নির্যাতন, গুম করা হয়েছে। এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে সুষ্ঠু নির্বাচনের অবকাশ নেই। নির্বাচনের মধ্য দিয়ে আমরা খালেদা জিয়াকে মুক্ত করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।