বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিখালেদা জিয়ার আসনে প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার আসনে প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল

বগুড়া প্রতিনিধি: বগুড়া ৬ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত নির্বাচনগুলোতে এ আসনে বেগম খালেদা জিয়া নির্বাচন করলেও কারাদণ্ডের কারণে এবছর তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চিয়তা। রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। যমুনা টিভি

বুধবার সকাল সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পার্টি থেকে আমাকে বলা হয়েছে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করার কথা আমরা কখন ভাবিনি। আজকেও এটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক। অত্যন্ত দ্রুততার সাথে আমাদের বগুড়ার নেতৃবৃন্দ এয়ারপোর্টে এসেছিলেন। তাদেরকে ফরম ফিলাপ করে দিয়েছি জমা দেয়ার জন্য। আমি আশা করছি বগুড়া-৬ থেকে নির্বাচনে অংশ গ্রহণ করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে।’

বগুড়া-৬ আসনে লড়ার জন্য এর আগে দুজনকে মনোনয়নপত্র দেয় বিএনপি। তারা হলেন-দলের চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments