বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিসনদ না দেয়ার পরও শমসের মবিনের মনোনয়ন বৈধ!

সনদ না দেয়ার পরও শমসের মবিনের মনোনয়ন বৈধ!

কাগজ প্রতিবেদক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষ হয়েছে রবিবার। এতে সিলেটের ৬টি আসনে মনোনয়ন বাতিল হয়েছে ১৫ জনের। ঋণ খেলাপী, মনোনয়ন পত্রে স্বাক্ষর না থাকা এবং তথ্যগত ত্রুটির কারণে এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। তবে তারা পরবর্তীতে নিয়ম অনুযায়ী আপিল করতে পারবেন।

তবে কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে বাতিল কিংবা স্থগিত হওয়া থেকে বেঁচে গেছেন কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে একজন সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রার্থী শমসের মবিন চৌধুরী।
জানা গেছে, দাখিলকৃত মনোনয়নপত্রে শমসের মবিন চৌধুরী শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএ (সম্মান)। মনোনয়নপত্রে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সাথে সনদ সংযুক্ত করার নিয়ম থাকলেও তিনি সেটি সংযুক্ত করেননি। তবে, তাঁর সনদ হারিয়ে গেছে এমন একটি জিডির কপি তিনি মনোনয়ন ফরমের সাথে যুক্ত করেন।
এর আগে এরকমই সমস্যা পাওয়া যায় সিলেট-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মামুনুর রশীদ মামুনের মনোনয়ন পত্রে। দাখিলকৃত তথ্যে মামুন শিক্ষাগত যোগ্যতায় বিএসএস (সম্মান) উল্লেখ করলেও এর সনদ তিনি যুক্ত করেননি। তবে তিনি বিএসএস উর্ত্তীর্ণের মার্কশিট তিনি দাখিল করেন।

নির্বাচন কমিশন এ ব্যপারে তাঁর কাছে জানতে চাইলে মামুন বলেন, তিনি রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয় থেকে সনদ সংগ্রহ করতে পারেননি। তবে মার্কশিটের মুলকপি তাঁর কাছে আছে। তখন তিনি সেটি প্রদর্শন করলে নির্বাচন কমিশন মামুনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।

একই রকম সমস্যায় সিলেট-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মামুনুর রশীদ মামুনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করায় পরবর্তীতে সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রার্থী শমসের মবিন চৌধুরীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments