শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিসবুজ সংকেত পেয়ে দেশে ফেরার অপেক্ষায় মঈন ইউ আহমেদ

সবুজ সংকেত পেয়ে দেশে ফেরার অপেক্ষায় মঈন ইউ আহমেদ

সদরুল আইন: ওয়ান ইলেভেনের আলোচিত ব্যক্তি জেনারেল মঈন ইউ আহমেদ দেশে ফিরতে চায়। তিনি ক্যানসারে আক্রান্ত, নিউইয়র্কে দীর্ঘদিন ধরে চিকিৎসা করছিলেন। দেশে তিনি নিরাপদ নন, এই আশঙ্কায় এতদিনে তিনি দেশে ফিরেননি।

জেনারেল মঈন ইউ আহমেদের ঘনিষ্ঠরা বলছে যে, তিনি দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।

এজন্য তিনি সরকারের কাছে সবুজ সংকেত চেয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে সবুজ সংকেত দেয়া হয়েছে বলে জানা গেছে।

জেনারেল মঈন ইউ আহমেদের মূল আশঙ্কা ছিল যে, বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাকে বিপদে পরতে হতে পারে।

বেগম খালেদা জিয়া একাধিক বক্তৃতায় কখনো ক্ষমতায় গেলে জেনারেল মঈন ইউ আহমেদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সে কারণেই তিনি স্বেচ্ছা নির্বাসনে নিউইয়র্কে অবস্থান করেছেন। তবে এখন তার শারিরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো।

তিনি দেশে ফেরার অপেক্ষায় আছেন বলে জানা গেছে।যে কোন সময় ওয়ান ইলেভেনের এই অালোচিত জেনারেল দেশের মাটিতে পা ফেলতে পারেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments