শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিসংসদ অধিবেশনের দিনে রাজধানীতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

সংসদ অধিবেশনের দিনে রাজধানীতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

কাগজ প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি হিসেবে মানববন্ধন করবে দলটি।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেন তিনি। রিজভী বলেন, ‘ভুয়া ভোটের সংসদ বসছে বুধবার। এ সংসদ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রেতাত্মা। এ সংসদ গণবিরোধী।’
তিনি আরও বলেন, ‘প্রহসনের নির্বাচন করতে নির্বাচন কমিশন, আইন-আদালত, পুলিশ-প্রশাসন সবাই ভুয়া ভোটের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গুলি হেলনে উঠবস করতো। ধূর্তামি, শঠতা ও নির্মম দমন-পীড়নের মাধ্যমে অনেক আগে থেকেই নির্বাচনী মাঠ কব্জায় নিয়ে একতরফা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। ভোটের মাঠ শূন্য করতে সরকারি প্রশাসন মহা-তৎপরতায় লিপ্ত ছিল। মূলত, রক্তাক্ত মূর্তি নিয়েই তারা ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটাধিকার আত্মসাৎ করে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments