বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeরাজনীতিআ.লীগ কখনোই গণতন্ত্র চায়নি: মঈন খান

আ.লীগ কখনোই গণতন্ত্র চায়নি: মঈন খান

কাগজ প্রতিবেদক: আওয়ামী লীগের রন্দ্রে রন্দ্রে বাকশাল ঢুকে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্র চায়নি। তারা সবসময় একদলীয় শাসন চেয়েছে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
মঈন খান বলেন, একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। অথচ দেশে এখন সেই গণতন্ত্রই নেই।
মঈন খান আরও বলেন, আওয়ামী লীগ সরকার এখনও একদলীয় শাসন প্রতিষ্ঠার পথেই হাঁটছে । দেশে ন্যায় বিচার তো নাই। বরং কর্তার ইচ্ছাই কর্ম এমন একটা দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments