শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতিএখন দেশের গ্রামেও অভাব নেই: তোফায়েল

এখন দেশের গ্রামেও অভাব নেই: তোফায়েল

কাগজ প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনে পরাজিত হয়েছিল। তাদের মধ্যে কোনো ঐক্য নেই। একেক নেতা একেক কথা বলে। যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয় একজন খুনি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, সে দলকে মানুষ কখনও মেনে নিতে পারে না।’

সোমবার দুপুরে ভোলা সদর বিভিন্ন ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায় হতদরিদ্র্যদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় থেকে দেশের কোন উন্নয়ন করতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতার আমলে দেশের গ্রামে গ্রামে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়াও জেলেদের জন্য যখন নদীতে মাছ ধরা বন্ধ তখন তাদের মাঝে চাল দেয়া হয়। তাই এখন দেশের গ্রামেও অভাব নেই।’

তোফায়েল বলেন, ‘ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা হয়েছে। ভোলার গ্যাস কাজে লাগিয়ে শিল্প-কারখানা গড়ে তোলা হবে। আর তখন ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা।’

বর্তমান সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিগগির ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ করা হবে।’

অনুষ্ঠানে ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদুল হক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাংগঠনিক সম্পদাক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পরে তোফায়েল আহমেদ সদর উপজেলার বাপ্তা, কাচিয়া, পশ্চিম ইলিশা, রাজাপুর ও ইলিশা ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে ঈদ বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments