শুক্রবার, মে ১৭, ২০২৪
Homeরাজনীতিএরশাদের পাশে কবরের জায়গা রাখতে বললেন রওশন

এরশাদের পাশে কবরের জায়গা রাখতে বললেন রওশন

জয়নাল আবেদীন: রংপুরের পল্লীনিবাসে এরশাদের কবরের পাশেই নিজের কবরের জন্য জায়গা রাখার অনুরোধ করেছেন তার প্রথম স্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে পল্লীনিবাসেই সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। মঙ্গলবার দুপুরে পার্টির সিনিয়র নেতারা চূড়ান্ত এই সিদ্ধান্ত নেয়ার পর রওশন এরশাদ নেতা কর্মীদের কাছে এই আবেদন করেন । জাতীয় পার্টি সূত্র জানায় হাজার হাজার কর্মী সমর্থক নেতাদের অনুরোধে পল্লীনিবাসে এরশাদের সমাধি করার অনুমতি দেন তার স্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। এরশাদের কবরের পাশে নিজের জন্য কবরের জায়গা রাখার অনুরোধও করেছেন রওশন। । এদিকে মঙ্গলবার নগর জুড়ে একই আওয়াজ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশার কাছে হার মেনেছে রওশন এরশাদ । কারন হিসেবে অনেকেই বলছেন জাতীয় পার্টির ঘাটি রংপুরের মাটিতেই এরশাদের দাফন করার আন্দোলনে বিদিশার শতভাগ সমর্থন ছিলো এবং তিনি গণমাধ্যমে জানিয়েছেন এরশাদের কবর যেন রংপুরেই হয় । ফলে বিদিশারই জয় হয়েছে । অপরদিকে বিদিশা এই প্রতিনিধিকে আক্ষেপ করে বলেছেন এরশাদের ছেলে এরিখকে তার বাবা এরশাদের কবরে মাটি দেয়ার সুযোগ করে দিলোনা । তিনি বলেন খুব অল্প সময়ের মধ্যে ছেলেকে নিয়ে রংপুর আসবেন এবং ওতার বাবার কবর জিয়ারত করবে এবং মাটিও দেবে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments