শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজনীতিদুবাইয়ে গ্রেফতার জিসানকে দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে গ্রেফতার জিসানকে দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল। তার মুক্তি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে জিসানকে ধরা হয়েছে, এবং আজকের সংবাদপত্রগুলোর সংবাদ আমার দৃষ্টি আর্কষিত হয়েছে, আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা পাইনি। যদি পরবর্তীতে কিছু আসে আমাদের কাছে আমরা আপনাদের জানাবো। তবে এখন পর্যন্ত আমরা যতোটুকু জানি, দুবাইয়ে তিনি ধরা পড়েছে, এবং তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে।

রোববার (১৩ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বারাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন।

এদিকে, দেশের শীর্ষ স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, দুবাইয়ে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি আসল জিসান নয়। এই ব্যক্তি তিন দিন আগে জামিনে বেরিয়ে গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান এখন লন্ডনে। ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর আগেই তিনি দুবাই ছাড়েন। ইউরোপের একাধিক দেশ ঘুরে গত ১০ অক্টোবর তিনি আবার লন্ডনে যান।

পুলিশের একাধিক কর্মকতা বলছেন, দুবাই পুলিশের পাঠানো তথ্যের বরাত দিয়েই তারা গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিসান বলে শনাক্ত করেছিলেন। এখন এ ব্যাপারে আরও খোঁজ করা হচ্ছে।

গত ৩ অক্টোবর একটি প্রেস নোট দিয়ে পুলিশ সদর দফতর থেকে শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ সদর দফতরের এনসিবি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি মহিউল ইসলাম সেসময় বলেন, ‘দুবাই এনসিবি জিসানকে গ্রেফতারের পর আমাদের তা জানিয়েছে। আমরা তাদের সঙ্গে আইপি ফোনে যোগাযোগ করি এবং ভেরিফাই করে নিশ্চিত হই গ্রেফতার হওয়া ব্যক্তিই জিসান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments