সদরুল আইন: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংসদ মেহের আফরুজ চুমকিকে সভাপতি ও এইচএম আবুবকর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) পৌরসভার দেপাড়া এলাকার শহীদ ময়েজ উদ্দিন ফেরিঘাট রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল থেকে এ সম্মেলন শুরু হয়।
কালীগঞ্জ উপজেলা আয়োজিত এ সম্মেলনে মেহের আফরোফ চুমকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হক ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভুইয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, শ্রম বিষয়ক সম্পাদক মো. শাহাবউদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।