বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিসরকারই নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ফখরুল

সরকারই নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: সিটি নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সরকারই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের পর দুপুর ১টা ১০ মিনিটের দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, সিটি নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই সরকার এ ধরনের ঘটনা ঘটিয়েছে। বিএনপি নেতাকর্মীদের নামে তারা ককটেল হামলা চালিয়ে উদ্দেশ্যমূলকভাবে মামলা দিতে চাইবে। আমরা এই ককটেল হামলার তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, আমরা সব সময় শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে চলছি। কোনো সংঘাতে নেই। তার পরও এই মুহূর্তে হঠাৎ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এভাবে বিস্ফোরণ ঘটল, এটাকে সরকারের ষড়যন্ত্র বলে মনে করছি।
এর আগে, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে বিএনপি মনোনীত দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন দলীয় মনোনয়ন ফরম জমা দিতে আসার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন ফুটপাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments