বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeরাজনীতিজনরায়কে ভয় পায় বলে বিএনপি নির্বাচনে আসে না: নানক

জনরায়কে ভয় পায় বলে বিএনপি নির্বাচনে আসে না: নানক

তাবারক হোসেন আজাদ: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা বার-বার বলে আসছি ও এখনো বলছি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার মতো জনগণের প্রতি আস্থা বিশ্বাস তারা হারিয়ে ফেলেছে। এ কারণে বিএনপি আজ জনরায়কে ভয় পায়, আর জনগণকে ভয় পায় বলেই বিএনপি উপ-নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহণ করতে আতঙ্কে।

শনিবার (১৯ জুন) দুপুরে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের উপ-নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নির্বাচনী মত বিনিময় সভা এবং সন্ধায় দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুর বাসটার্মিনাল এলাকায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আ’লীগের এই নেতা।

সন্ধায় রায়পুরের বাসটার্মিনাল এলাকায় আলোচনা সভায় নানক বলেন, বিএনপি কেন আজকে নির্বাচনে অংশ গ্রহণ করে না, তারা তাদের রাজনৈতিক খেই হারিয়ে ফেলেছে। তারা ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে। বিএনপি আজ নেতৃত্বহীন ও অস্তীত্বহীন হয়ে পড়েছে। ২০০৮ সাল থেকে বিএনপি যে নৈরাজ্যের পথে পা বাড়িয়েছে সে নৈরাজ্যকর পরিস্থিতির কারণে বিএনপির অপমৃত্যু হতে বাধ্য। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে আরো সুসংগঠিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। শুধু উপ-নির্বাচনেই নয় আগামী সংসদ নির্বাচনেও শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে হবে। ডিপটিউবওয়েলসহ নয়নের সকল চাহিদা পূরন করবেন প্রধানমন্ত্রী।।

লক্ষ্মীপুর-২ আসনের এমপি প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, জেলা সভাপতি মিয়া গোলাম ফারুখ পিংকু, সদর পৌর মেয়র আবু তাহের, কেন্দ্রীয় নেতা ডাক্তার এহসানুল কবির জগলু, নির্বাচন সমন্বয়ক মোহাম্মদ আলী খোকন, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (২১ জুন) লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন উপলক্ষে শনিবার বিকালে মতবিনিময় সভা রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমির মাঠে প্রস্তুতি নিলেও নির্বাচন কমিশনের নির্দেশনায় বন্ধ হয়ে যায়। পরে বাসটার্মিনাল এলাকায় সভা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments