শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে ভার্চুয়াল মাধ্যমে গৃহহীনদের ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তাহিরপুরে ভার্চুয়াল মাধ্যমে গৃহহীনদের ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আহাম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ৭৬জন গৃহহীনদের ঘর উদ্বোধন করা হয় এ সময় উপজেলার ৭৬ জন গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে গৃহের দলিল হস্থান্তর করা হয়।

রবিবার সকাল ১১টায় উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে একটি উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে গৃহহীনদের ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি।এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু মো. শাফি,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ,
উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,আলমগীর খোকন,উপজেলা আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন,সোনালী ব্যাংক ব্যবস্থাপক আব্দুল গফুর,আওয়ামীলীগ নেতা অনুপম রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, উপজেলা মৎস্যজীবী লীগ সাধারন সম্পাদক আজিজুল হক,স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক এমরান হোসেন ভীপক,উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জামাল উদ্দিন,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ,ছাত্রলীগ নেতা মোনায়েম হোসেন,সৈকত হাসান প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments