শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিবাকশালে যোগ দিতে জিয়াউর রহমানও তদবির করেছিলেন: হুইপ স্বপন

বাকশালে যোগ দিতে জিয়াউর রহমানও তদবির করেছিলেন: হুইপ স্বপন

এস এম শফিকুল ইসলাম: কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন,মুক্তির সংগ্রাম করবার জন্য বাঙালীর ভিতরে যে শক্তি,সেই শক্তি,চেতনা ও সাহস ১৫ আগষ্টে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

১৫ আগষ্ট জাতির পিতার মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তাঁর অনুগ্রহ,¯েœহ,অনুকম্পা ও ভালোবাসা পেয়ে অনেক বড় বড় রাজনৈতিক নেতারা প্রতিষ্ঠিত হয়েছেন। অথচ জাতির পিতার মৃত্যুর প্রতিবাদ জানাতে তাদের কেউ সাহস করে রাস্তায় এসে ডাক দেয়নি। জাতির পিতাকে হত্যার খবরে হতবিহবল জাতি অপেক্ষায় ছিলেন একটি স্লোগানের। ঘাতক জিয়াউর রহমানও সেদিন বাকশালে যোগ দেওয়ার জন্য জাতির পিতার কাছে তদবির করেছিলেন। অথচ জাতির পিতার লাশ ধানমন্ডির ৩২ নম্বরের সিঁড়িতে রেখে রক্তের দাগ শুকানোর আগেই জাতির পিতার সহকর্মীরা বিশ^াসঘাতক মোস্তাকের মন্ত্রীসভায় যোগ দিয়েছিলেন। জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে রবিবার জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,জিয়াউর রহমানের নেতৃত্বে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা আর তারই ছেলে তারেক রহমানের নেতৃত্বে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগষ্ট গ্রেনেড হামলা একই সুত্রে গাঁথা। এসব হত্যাকান্ড থেকে শিক্ষা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে নেতাবিহিন বিশাল কর্মীবাহিনী কোন কাজে আসে না। এজন্য আমাদের রাজনৈতিক কর্মী সৃষ্টি করতে হবে। ব্যক্তি স্বার্থে নয়,দলীয় স্বার্থে রাজনৈতিক কর্মী সৃষ্টির জন্য কর্মীর মনে রাজনৈতিক চেতনা ও মননশীলতার উদ্ভব ঘটাতে হবে’। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু,জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল,জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রেজা,সম্পাদক খোরশেদ আলম সৈকত প্রমূখ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে ওই সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments