বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিনোয়াখালীতে ৪ মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু

নোয়াখালীতে ৪ মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলা ভাংচুর ও আইসিটিসহ আরও চারটি মামলা স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বরকত উল্যা বুলু ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১ টার সময় নোয়াখালী জেলা জজ আদালতে এসে জামিন চাইলে জজ কোর্টের জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করছেন।

এর আগে তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহ থেকে জামিন নিয়েছিলেন এবং মেয়াদ শেষে ৯ আগষ্ট তিনি নোয়াখালী জজ আদালতে এসে হাজির হয়েছিলেন। আদালত তার জামিনের আবেদন শুনানী শেষে পাঁচ হাজার টাকার বন্ড শর্তে স্থায়ী জামিন মঞ্জুর করেন।

এ সময় জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবদুর রহিম,সালাউদ্দিন কামরান,এবিইউ কামরুল ইসলাম সহ আরও অনেকে।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments