বাংলাদেশ প্রতিবেদক: বরিশালে পদযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতারা বলেছেন, ‘আওয়ামী লীগের লুটপাটে রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে গেছে। শূন্য ভাণ্ডারে রাষ্ট্র চালাতে সরকার বিদেশী ঋণ-নির্ভর হয়েছে পড়েছে। এর খেসারত দিতে হচ্ছে জনগণকে। ঋণের শর্ত পূরণে এক মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ করলেই জনগণ হামলা-মামলার শিকার হচ্ছে।’
শনিবার (৪ মার্চ) সকালে বরিশাল মহানগরের কোতোয়ালী, কাউনিয়া ও বিমানবন্দর থানায় পৃথক তিনটি পদযাত্রা শুরুর আগে কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।
বিএনপি নেতারা বলেন, ‘জেল-গুম ও মানুষ হত্যা করে অতীতে কোনো সরকার টিকে থাকতে পারে নাই। বর্তমান আওয়ামী লীগ সরকারও টিকতে পারবে না।’
কোতোয়ালী থানার পদযাত্রা সাগরদী আমতলা মোড় থেকে শুরু হয়ে বান্দ রোড চাঁদমারীতে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। এ সময় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও বরিশাল মহানগরে সদস্য সচিব মীর জাহিদুল ইসলামসহ উপস্থিত অন্য নেতারা বক্তব্য রাখেন।
যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে কাউনিয়া থানার পদযাত্রা কাউনিয়া বিসিক থেকে শুরু হয়ে স্বরোড সোনালী আইসক্রিমের মোড়ে শেষ হয়। পদযাত্রা শুরুর আগে মজিবর রহমান সরোয়ারসহ আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেনিন, আবু নাসের মো: রহমত উল্লাহসহ অন্য নেতারা।
বিমানবন্দর থানার পদযাত্রা কাশীপুর বাজার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পদযাত্রার নেতৃত্ব দেন যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী সোহেল। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার বাবুল ও জিয়াউদ্দিন সিকদারসহ অন্য নেতারা এ সময় বক্তব্য রাখেন।