শনিবার, নভেম্বর ৯, ২০২৪
Homeরাজনীতি৩ অক্টোবরের পর সরকারের ওপর গজব নামবে: মাহমুদুর রহমান মান্না

৩ অক্টোবরের পর সরকারের ওপর গজব নামবে: মাহমুদুর রহমান মান্না

বাংলাদেশ প্রতিবেদকঃ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সরকার বিরোধীরা আগামী ৩ অক্টোবর পর্যন্ত কর্মসূচি দিয়েছে। এই সময়ের মধ্যে সরকার পদত্যাগের ঘোষণা না দিলে ৩ অক্টোবরের পর এই সরকারের ওপরে গজব নেমে আসবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রাজধানীর কারওয়ান বাজারে গতকাল সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশ ও পদযাত্রা কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন। এই অঙ্গীকারের কোনো দাম নাই। বাবার নামে কসম কেটে সেই কথা রাখেনি-এখন কে তাকে বিশ্বাস করবে? শেষবারের মতো আপনাকে বলি, আপনার কোনো আশা পূরণ হবে না। অক্টোবরের ৩ পর্যন্ত কর্মসূচি দিয়েছি। এর মধ্যে যদি ভালো হয়ে না যান তাহলে অক্টোবরের ৩ তারিখের পর থেকে আপনাদের ওপরে গজব নামবে।

তিনি বলেন, সেলফি তোলার পর ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপির নেতারা কাঁথা দিয়ে ঘুমিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী আমেরিকায়। তিনি থাকতেই আমেরিকা দেশের অনেকের নামে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এখন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে দেখেন তারা ঘর তালা দিয়ে ঘুমিয়ে পড়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার পুলিশ-প্রশাসন সবকিছু পকেটে ঢুকিয়ে জনগণকে ডান্ডা মেরে ভয় দেখিয়ে ক্ষমতায় আছে। এত দিন বিদেশিদেরও কোনোরকম একটা সমর্থন পেয়েছিল। এখন আর সেটাও পাচ্ছেন না। খুব চিৎকার করলেন, বিরোধীরা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। এখন প্রধানমন্ত্রী নিজেই প্রতিদিন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন।

তিনি বলেন, সরকার বলছে এইবার সুষ্ঠু নির্বাচন হবে। প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতারাও বলছে, সুষ্ঠু নির্বাচন হবে। তার মানে আগেরগুলোতে ভোট ডাকাতি করেছেন? এবার সুষ্ঠু হবে কারণ বিদেশিরা চাপ দিচ্ছে। একদিকে বলছে সুষ্ঠু নির্বাচন হবে অন্যদিকে রাত ৮টা পর্যন্ত আদালত চালু রেখে সাক্ষ্য নিয়ে মামলা শেষ করে জেলে ঢোকানো যায় সেই ব্যবস্থা করছে।
এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জানিয়ে তিনি বলেন, সাহস থাকলে জনগণের কাছে আসেন। অনেক তো উন্নয়ন করেছেন, উন্নয়ন দেখে জনগণ আপনাদের ভোট দিলে স্যালুট দিয়ে আপনাদের মেনে নেব। গুন্ডা আর পুলিশ বাহিনী ছাড়া আপনাদের রাস্তায় নামার সাহস নাই।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি তানিয়া রব বলেন, বিদেশে ধরনা দিচ্ছেন, ‘ দেশের মানুষের কাছে যাচ্ছেন না কেন? কারণ আপনি ভোটচুরি করেছেন। এসবের জবাব আপনার দিতে হবে।
সভাপতির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, যত দিন পর্যন্ত এই জালিম সরকারকে আমরা বিদায় করতে না পারব তত দিন রাজপথে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
সমাবেশ শেষে কারওয়ান বাজার মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে কাঁটাবন মোড়ে এসে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments