বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeরাজনীতিডিবি অফিসের খাবার খাননি মির্জা ফখরুল

ডিবি অফিসের খাবার খাননি মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দেওয়া খাবার খাননি। পরে তার বাসা থেকে পাঠানো খাবার খেয়েছেন তিনি।

রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর মিন্টু রোড়ে অবস্থিত ডিবি কার্যালয়ে ফখরুলের জন্য খাবার নিয়ে আসেন তার বাসার দুই গৃহকর্মী।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে মির্জা ফখরুলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে রাতে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এসময় বিএনপি মহাসচিবকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

অপরদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments