রবিবার, মে ১২, ২০২৪
Homeরাজনীতিজাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন রংপুরের মেয়র মোস্তফা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন রংপুরের মেয়র মোস্তফা

বাংলাদেশ প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মোস্তফাকে এক চিঠিতে অভিনন্দন জানিয়ে কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা জানান।

বৃহস্পতিবার দুপুরে পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু রসিক মেয়রকে কো-চেয়ারম্যান পদে নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেন।

দলের চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়েছে, জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে (মোস্তাফিজার রহমান মোস্তফা) কো-চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। আমরা বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন। সেই সঙ্গে আপনি পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির হয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টি রংপুর জেলার আহ্বায়ক ও মহানগরের সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

মোস্তাফিজার রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। তিনি নব্বই দশকের দিকে রংপুর জেলা জাতীয় পার্টির কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। পর্যায়ক্রমে জাতীয় পার্টি পৌর নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ৮ বছর, সদর উপজেলা কমিটির সভাপতি হিসেবে ৩ বছর, জেলা সাধারণ সম্পাদক হিসেবে ২ বছর ৬ মাস, জেলা সদস্য সচিব হিসেবে প্রায় ২ বছর দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে বিপুল ভোটে রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments