বুধবার, মে ২২, ২০২৪
Homeরাজনীতিরিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলাদেশ প্রতিবেদক: প্রায় ৯ বছর আগে বাসে আগুন দেওয়ার এক মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। শুনানিতে অনুপস্থিত থাকায় এই ৪৫ জনের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ২২ জনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন সোমবার এই আদেশ দেন।

আমানউল্লাহ আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৫ সালে বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ ২৩ নেতাকর্মী আজ আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া রুহুল কবির রিজভী, বরকতউল্লা বুলুসহ ২২ জন আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারি মোহাম্মদপুরের জাকের ডেইরি ফার্মের সামনে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলের পর একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৩ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়।

মামলাটি তদন্ত করে পরের বছর ২০১৬ সালের ২৩ আগস্ট আদালতে ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments