রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeরাজনীতিআওয়ামী লীগ ও শেখ হাসিনার কাছেই দেশের মানুষ নিরাপদঃ শেখ সেলিম এমপি

আওয়ামী লীগ ও শেখ হাসিনার কাছেই দেশের মানুষ নিরাপদঃ শেখ সেলিম এমপি

শিহাব উদ্দিনঃ ‘২২ হাজার ৭ শত যুদ্ধাপরাধী জামায়াত স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক দুই কান কাটা দল বিএনপি। এদেশের ক্ষতি যদি কেউ করে থাকে, সে হলো জিয়া-মুস্তাক। খুনিরা খুন করে নিজেদের স্বার্থ হাসিল করে। কিন্তু দেশের কোন মঙ্গল করতে পারে না। খুনিদের কোন দল নেই। বিএনপি’র রাজনীতি হচ্ছে গণহত্যার রাজনীতি। আগুন দিয়ে মায়ের কোলের নিষ্পাপ শিশু হত্যা করা। আওয়ামী লীগ মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দল। এই দল ও শেখ হাসিনার কাছেই দেশের মানুষ নিরাপদ। ২০১৪ সালে বিএনপি’র অবরোধ এখনো শেষ হয়নি। এখনো চলছে। তারপরও অবরোধ দেয়। আবার অসহযোগ আন্দোলন দেয়। এরপর জনগণ সাধারণ মানুষ যেদিন অবরোধ দিবে সেদিন তোরা পালিয়ে বেড়াবি। মানুষের সামনে আসতে পারবি না।’
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে পাইককান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ-২ আসন থেকে ৮ বার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান মল্লিকের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াছ হক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন দিপু, অর্থ বিষয়ক সম্পাদক এড. এম এম নাসির, আইন বিষয়ক সম্পাদক এড. জুলকদর রহমান, সদর উপজেলা আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এড. মতিয়ার রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির,  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুজ্জামান বিটু, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম,পৌর আওয়ামী লীগের শেখ আজিজ প্রমূখ
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments