শনিবার, মে ৪, ২০২৪
Homeরাজনীতিগণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. কামাল হোসেন

গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. কামাল হোসেন

বাংলাদেশ প্রতিবেদক: গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একুশের চেতনা এবং মর্যাদা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ। গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হলে তাদের মালিকানা ফিরে পাবে। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত ‘একুশের উত্তরাধিকার এবং আজকের উপলব্ধি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তবে আলোচনা সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির যেসব নেতা অংশ নিয়েছিলেন, তাদের কাউকে দেখা যায়নি। ওই নির্বাচনে অংশ নিয়ে দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে দলটি।

নির্বাচনে অংশ নেওয়ায় দলের সভাপতি মফিজুল ইসলাম খান কামালকে বহিষ্কার করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম বলেন, গত
১৭ বছর দেশে গণতন্ত্র নেই। আইনের শাসন নেই। বিরোধী দলের ওপর দমন-নির্যাতন চালানো হচ্ছে।

সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, দেশে ভোটাধিকার ছিনতাই হয়েছে। এবারের নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি, কিন্তু ভোট হয়ে গেছে। এখন আগের দিনই নির্বাচনের ফলাফল লেখা হয়ে যায়। ’৫২ সালের আন্দোলনের মধ্য দিয়ে ২৩ বছরে দেশকে স্বাধীন করা হয়েছিল। অথচ স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের চেতনা আজও বাস্তবায়ন হয়নি। বিএনপি-আওয়ামী লীগ কেউই মুক্তিযুদ্ধের চেতনার ধারেকাছেও নেই।

আলোচনা সভায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আলতাফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments