আরিফুর রহমান: আমি নিজেও আয়না ঘরে বন্দী ছিলাম। আমি দেখেছি ওখানে মানুষকে কি ধরণের নির্যাতন করা হয়। বছরের পর বছর বন্দী ছিল মানুষ ওই আয়না ঘরে। সোমবার রাতে শিবচরে একটি ওয়াজ মাহফিলে ওয়াজ করার সময় মুফতি আমির হামজা এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, তিনটা বছর জেলার ভিতর ছিলাম। বাহির জগতের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এই তিনি বছর মাওলানা মামুনুল হক আমার পিছনে অনেক শ্রম দিয়েছেন। আমি তার কাছে ঋণী।
তিনি আয়না ঘরের বর্ণনা দিতে গিয়ে বলেন, আয়না ঘটে দীর্ঘদিন থাকার কারণে বন্দিদের চুল, হাতের নখ এত বড় হয়ে যেত যে সেই নথ দিয়ে দেয়ালে তাদের স্বজনদের মোবাইল নাম্বার লিখে রাখত। পাশে লিখত কেউ যদি এখান থেকে বের হয়ে যেতে পারেন তবে এই নাম্বারে একটু জানিয়ে দেবেন আমি বেঁচে আছি। সোমবার রাতে মাদারীপুরের দ্বিতীয় খন্ড ইউনিয়নের মোল্লা বাড়ির জামে মসজিদ ও চরকেশবপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি মুফতি আমির হামজা আগামীতে কুরআনের আইনে দেশ পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হাজী খলিলুর রহমান মোল্লার সার্বিক তত্ত¡াবধানে ও বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আরো বক্তব্য রাখেন, প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন আল্লামা হাসান জামিলসহ অনেকে।