বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeপ্রবাসের খবরমালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯২ জন অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯২ জন অভিবাসী গ্রেফতার

বাংলাদেশ ডেস্ক: মালয়েশিয়ার প্রাচীন রাজধানী মালাকায় বাংলাদেশিসহ ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ সেপ্টেম্বর মালাকা প্রদেশের জাসিন বেসতারি এবং ডুরিয়ান তুংগালে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইমিগ্রেশন আইনের ১৯৫৯/৬৩ , ৫৫বি(১) ১৯৫৯ ধারায় এদের গ্রেফতার করে অভিবাসন বিভাগ।

গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশের ২০, ইন্দোনেশিয়ার ৬৩, মিয়ানমারের ৮ এবং পাকিস্তানের ১জন রয়েছেন।

মালাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগের সহকারী ডিরেক্টর (এনফোর্সমেন্ট চিফ) নার আজমান ইব্রাহিম জানান, দুটি স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

তিনি সাংবাদিকদের জানান, অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আমরা। শহর থেকে জঙ্গল পর্যন্ত অভিযান চালানো হবে।

তিনি আরো বলেন, অবৈধ অভিবাসীরা যদি সরকারের ঘোষিত ব্যাক ফর গুড কর্মসূচির মাধ্যমে দেশ ত্যাগে ব্যর্থ হয় তাদের জন্য জেল জরিমানা অবধারিত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments