বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeপ্রবাসের খবরকলকাতায় বিপুল পরিমাণ ডলারসহ ৫ বাংলাদেশি গ্রেফতার

কলকাতায় বিপুল পরিমাণ ডলারসহ ৫ বাংলাদেশি গ্রেফতার

বাংলাদেশ ডেস্ক: মৈত্রী এক্সপ্রেস থেকে ৫ লাখ ডলারসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশনে ঢাকাগামী মৈত্রী থেকে ভারতের শুল্ক দপ্তরের গোয়েন্দারা তাদের গ্রেফতার করে।

শনিবার গ্রেফতারকৃতদের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে ১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে।

এরা হলেন— দিলওয়ার হোসেন, হাফিজ শেখ, মানিক মিয়া, দুলাল ও জাকির হোসেন। এদের বাড়ি গোপালগঞ্জে।

সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের সি–২ কক্ষে হানা দেন ভারতের শুল্ক দপ্তরের গোয়েন্দারা। ওই পাঁচজনের কাছ থেকে উদ্ধার হয় ৫ লাখ ডলার।

জানা গেছে, কলকাতায় কয়েকদিন থাকার পর এরা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। এ নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আদালতে শুল্ক দপ্তরের আইনজীবী বলেন, কলকাতাকে করিডর করে এরা বিদেশি মুদ্রার চোরাচালান চালাচ্ছিলেন। কোথা থেকে ওই বিপুল পরিমাণ ডলার এরা সংগ্রহ করেছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই সঙ্গে জানা দরকার বাংলাদেশের কোথায় এই বিপুল পরিমাণ অর্থ পাচার করা হত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments