মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeপ্রবাসের খবরবাল্টিক অঞ্চলে প্রবাসীদের বিজনেস ফোরামের বৈঠক অনুষ্ঠিত

বাল্টিক অঞ্চলে প্রবাসীদের বিজনেস ফোরামের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ডেস্ক: বাংলাদেশের সাথে লাটভিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি বাল্টিক বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠনকল্পে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার লাটভিয়ার রাজধানী রিগায়।

স্থানীয় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এবং অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার সহযোগিতায় রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। আলোচনা সভায় বক্তব্য রাখেন আয়েবা সভাপতি ইঞ্জিনিয়ার ডঃ জয়নুল আবেদিন, পোল্যান্ডের অনারারি কন্সাল ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আয়েবা সহ সভাপতি ফখরুল আকম সেলিম , বাংলাদেশ কমিউনিটি ইন লাটভিয়ার প্রেসিডেন্ট তারেক আহমদ, আয়েবা ইাতলী প্রতিনিধি, যুগ্ম মহাসচিব আয়েবা এম এ রব মিন্টু, আয়েবা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল হক ফেরদৌস প্রমূখ।

স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে মিহাইলিস , ওলগা কারাবলিনা, আররতুস ভেইসপালস, ভেলরি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন ,বাল্টিক বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হলে বাংলাদেশি বিভিন্ন পণ্য অতি সহজে বাল্টিক দেশ গুলোর বাজারে প্রবেশ করতে পারবে। পাশাপাশি বাংলাদেশেও বাল্টিক দেশ গুলোর বিনিয়োগের পথ প্রশস্ত। হবে।

সভায় লাটভিয়ার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments