বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeপ্রবাসের খবরকাতারে ২৪ ঘণ্টার ব্যবধানে ৩ বাংলাদেশির আকস্মিক মৃত্যু

কাতারে ২৪ ঘণ্টার ব্যবধানে ৩ বাংলাদেশির আকস্মিক মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: কাতারে ২৪ ঘণ্টার ব্যবধানে তিন প্রবাসী বাংলাদেশির আকস্মিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই মাস যাবত করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে অর্থ সংকটের পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে এসব আকস্মিক মৃত্যু হচ্ছে প্রবাসীদের।

সোমবার ক্যান্সারে আক্রান্ত হয়ে ইমান হোসেন নামে (২৮) এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালি ডাঙা গ্রামের স্থানীয় বাসিন্দা।

অপরদিকে মৌলভীবাজার বড়লেখা দক্ষিণভাগ কামিলপুরের বাসিন্দা তুতিউর রহমান (৫০) নামে আরেক প্রবাসী ডায়াবেটিস ও দুরারোগ্যে আক্রান্ত হয়ে সোমবার মৃত্যুবরণ করেছেন।

এছাড়া রবিবার বিল্লাল হোসেন (৩০) নামে অপর এক প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, তিনি মাদারিপুর জেলার কালকিনি উপজেলার কাশেমপুর গ্রামের স্থানীয় বাসিন্দা।

তিন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments