শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeপ্রবাসের খবরমুক্তির পরও ভারতে কারাবন্দি ৬৮০ বাংলাদেশি

মুক্তির পরও ভারতে কারাবন্দি ৬৮০ বাংলাদেশি

বাংলাদেশ ডেস্ক: সাজার মেয়াদ শেষে মুক্তি মিললেও এখনও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দি জীবন কাটাচ্ছেন প্রায় ৬৮০ বাংলাদেশি।

জানা গেছে, করোনা আর লকডাউনের কারণে মুক্তি পাওয়া এসব বন্দিকে এতদিন বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

তবে সম্প্রতি রাজ্য কারা দফতর তাদেরকে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন সংশোধনাগারে প্রায় ৬৮০ জনের মতো বাংলাদেশি বন্দি আছেন। আদালতের নির্দেশে সাজার মেয়াদ শেষ হয়েছে তাদের।

কিন্তু গত কয়েক মাস করোনা আর লকডাউনের কারণে বাংলাদেশি বন্দিদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। অনেকদিন বন্ধ ছিল সীমান্তও।

তবে এখন সেসব সমস্যা অনেকটাই মিটেছে। বর্তমান পরিস্থিতিতে মুক্ত বন্দিদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায়, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে স্বরাষ্ট্র দফতরকে অনুরোধ করেছে কারা দফতর।

এ বিষয়ে গত কয়েকদিন আগে দুই দফতরের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠকটি আপাতত স্থগিত হয়েছে বলে রাজ্য প্রশাসন জানিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments