বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeখেলাধুলাশেষ ম্যাচ খেলবেন না সাকিব!

শেষ ম্যাচ খেলবেন না সাকিব!

বাংলাদেশ প্রতিবেদক: চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ইতিহাস গড়েছে টাইগাররা। প্রথম ৩ ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

যদিও ৪র্থ ম্যাচে শনিবার (৭ আগস্ট) শেষ মুহূর্তে কষ্টার্জিত জয় পেয়েছে অজিরা। সোমবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হবে সিরিজের ৫ম ও শেষ ম্যাচ। সিরিজ জয় নিশ্চিত হওয়ায়, শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

টানা চার ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ সৌম্য সরকার। তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কথাও উঠেছে। বিশ্রাম দেওয়া হতে পারে আরও দু-একজনকে। তবে বিভিন্ন সূত্রের খবর শেষ ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়ে রোববার (৮ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে নিউজল্যান্ড সিরিজের আগেই দেশে ফিরবেন সাকিব।

বিষয়টি এখন পর্যন্ত গোপনই রেখেছে বিসিবি। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ আসার কথা আছে নিউজিল্যান্ডের। সেপ্টেম্বরের ১ থেকে ১০ তারিখ মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।

এর আগে প্রিমিয়ার চলাকালীন, মোহামেডানের সুপার লিগের ম্যাচগুলো না খেলেই সাকিব যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকেই দলের সঙ্গে সরাসরি যোগ দেন জিম্বাবুয়েতে।

তবে অজিদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে ৪র্থ ম্যাচে মোটেও ভালো করেননি সাকিব। ৬, ৬, ৬, ০, ৬, ৬! সাকিবের বলে মিরপুরে ঝড় তুলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান। লং অন, ওয়াইড লং অন, মিডউইকেট, মিডউইকেট, লং অন- এ অঞ্চল দিয়ে পাঁচটি ছক্কা মেরেছেন ক্রিস্টিয়ান। এদিন সাকিব ওই পাঁচটি বাদেও আরও একটি ছয় মেরেছেন ডানহাতি ব্যাটসম্যান। এতে ৩ উইকেটে জয় পায় অজিরা। যদিও ইতোমধ্যে প্রথম ৩টি ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শনিবার (৭ আগস্ট) ম্যাচ শেষে অধিনায়ক ম্যাথু ওয়েড বলেছেন, খেলার পার্থক্য গড়ে দিয়েছে সাকিবের ওই ওভারটি। এ বিষয়ে ক্রিস্টিয়ান বলেন, সাকিবের ওপর আক্রমণের আলাদা পরিকল্পনা ছিল। পরের ব্যাটসম্যানদের কাজটা সহজ করতেই এমন ব্যাটিং করেছি।

তবে ক্রিস্টিয়ান জানালেন, সে ওভারে ভাগ্যকে পাশে পেয়েছেন তিনি। বলেন, আমার মনে হয় ভাগ্য ভালো যে কয়েকটা বল ব্যাটের মাঝে লেগে গেছে, পাওয়ার প্লেতে ব্যাটিং করার সৌন্দর্য এটাই। বৃত্তের বাইরে যখন দু’জন ফিল্ডার থাকেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments