শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeখেলাধুলাবাংলাদেশের ব্যাটিং তৃতীয় শ্রেণীর: মার্ক ওয়াহ

বাংলাদেশের ব্যাটিং তৃতীয় শ্রেণীর: মার্ক ওয়াহ

বাংলাদেশ ডেস্ক: সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৭৩ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। এতে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। বাংলাদেশের এমন হতশ্রী ব্যাটিংয়ের সমালোচনা করেছেন অজি সাবেক অধিনায়ক মার্ক ওয়াহ। তার মতে, বাংলাদেশের ব্যাটিং আন্তর্জাতিক মানেরই ছিল না। তৃতীয় শ্রেণীর ক্রিকেটেও এমন ব্যাটিং দেখা যায় না।

ফক্স স্পোর্টসকে ওয়াহ বলেন, খুবই পীড়াদায়ক ব্যাটিং প্রদর্শনী। আমি জানি অস্ট্রেলিয়া ভালো বল করেছে। কিন্তু বাংলাদেশ যেমন ব্যাটিং করেছে তা অবশ্যই আন্তর্জাতিক মানের না। খুবই বিব্রতকর প্রদর্শনী। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ তারা যেমন খেলেছে থার্ড গ্রেডেও এমন ব্যাটিং পাবেন না।

এবারের বিশ্বকাপে দুয়েকটি ম্যাচ ছাড়া ভয়াবহ ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন মাহমুদউল্লাহরা। আসরের প্রথমভাগে স্কটল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে ১৩৪ রান করেছিল তারা। ম্যাচটিও জিততে পারেনি স্কটল্যান্ডের কাছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments