শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeখেলাধুলামুশফিক প্রসঙ্গে মাহমুদউল্লাহর মুখে কুলুপ

মুশফিক প্রসঙ্গে মাহমুদউল্লাহর মুখে কুলুপ

বাংলাদেশ প্রতিবেদক: টি টোয়েন্টি সিরিজে নেই মুশফিকুর রহীম। নির্বাচক মন্ডলী বলছে, টেস্টের কথা বিবেচনায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে গুঞ্জন, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। কিংবা কিপিং নিয়ে চাপা অভিমান আছে মুশির।

এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মুশফিক প্রসঙ্গ উঠলে কথাই বলতে চাননি টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের কথা উঠতেই রিয়াদ বলেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে।’

তিনি আরো বলেন, ‘দেখেন মুশফিক কি বলেছে আমি নিজেও জানিনা। আগে দেখি, তারপর সম্ভবত এ নিয়ে কিছু বলতে পারবো। আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি নিজে এই মুহূর্তে আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি আমরা অবশ্যই মুশফিককে মিস করতে যাচ্ছি।’

মাহমুদউল্লাহর টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে উঠে আসে প্রশ্ন। আর কত বছর তিনি চালিয়ে যেতে পারবেন এই ফরম্যাটের ক্রিকেটে। এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমত আমার মনে হয় এই অবস্থায় কোনো কমেন্ট না কারাটাই বেটার। ক্যারিয়ার ইনশাআল্লাহ আরো কয়েকবছর খেলার সুযোগ পাবো। যদি ইনজুরি না থাকে, যদি সুস্থ থাকি। এ বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করা হয়নি। প্রেশার সবসময়ই থাকবে। চ্যালেঞ্জ থাকবে। সেগুলো ওভারকাম করেই খেলতে হবে। এগুলো সব সময়ই থাকবে, অভিজ্ঞ খেলোয়াড় হোক, নতুন কেউ হোক। আমার মতে এটা সবসময়ই থাকবে, এগুলো নিয়ে বেশি মাথা না ঘামিয়ে নিজের সেরাটা দেয়ার বিষয়ে সচেষ্ট থাকতে হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments