বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeখেলাধুলাভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে দুরন্ত ফর্মে রয়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার দারুণ লড়াইয়ে শক্তিশালী ভারতকে হারিয়েছে মারিয়া মান্ডারা। স্বাগতিকরা জিতেছে ১-০ গোলে।

এই জয়ে ফাইনালের দৌড়ে এগিয়ে গেল বাংলাদেশ। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট সাত। ভারতের তিন ম্যাচে ৬ পয়েন্ট। নেপালের পয়েন্ট ৪। নেপাল আজ ভুটানের সাথে জিতলে হবে পয়েন্ট। বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ম্যাচে ড্র করলেই ফাইনালে পৌছে যাবে বাংলাদেশের মেয়েরা। তবে হারলেও সুযোগ থাকবে, যদি ভারত পরের ম্যাচে পয়েন্ট খোয়ায়।

কমলাপুর স্টেডিযামে ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের ভেতরে তহুরা খাতুনকে ভারতীয় ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন সামসুন্নাহার সিনিয়র (১-০)।

৩৭ মিনিটে আখির দারুণ ফ্রি কিক কোনমতে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। ৫৭ মিনিটে কর্ণার থেকে নিলুফারের হেডও রুখে দেন তিনি। ৬৩ মিনিটে গোলের ভালো সুযোগ তৈরি করেছিল ভারত। কিন্তু পূর্ণতা পায়নি। বাংলাদেশের গোলরক্ষক এগিয়ে এসেছিলেন। সুমাতি তার মাথার ওপর দিয়ে শট নিলেও লক্ষ্য ঠিক রাখতে পারেনি।

শেষের দিকে ভারত কয়েকটি জোরাল আক্রমণ করলেও বাংলাদেশের জাল খুঁজে পায়নি। ফলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments