শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeখেলাধুলাসুযোগের অপেক্ষায় বিজয়

সুযোগের অপেক্ষায় বিজয়

বাংলাদেশ প্রতিবেদক: ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার পুরস্কার পেয়েছেন হাতে নাতে। ডাক পেয়েছেন ক্যারিবীয় সফরে ওয়ানডে ও টি- টোয়েন্টি স্কোয়াডে। শুধু তাই নয় ইয়াসির রাব্বির ইনজুরির কারণে টেস্টের দলেও অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। সব মিলিয়ে সুযোগের অপেক্ষায় এনামুল হক বিজয়। দেখাতে চান নিজের ক্যারিশমা।

সোমবার ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন বিজয়। লক্ষ্য দ্বিতীয় টেস্ট। ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে সেই ম্যাচ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বিজয় বলেছেন, ‘অনেক দিন পর দলের সাথে যোগ দিতে পেরে ভালো লাগছে। দ্বিতীয় টেস্টের আগে আরো চার-পাঁচ দিন আছে। এর আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখতে চাই। যদি সুযোগ আসে, ভালো খেলার চেষ্টা করব।’ তবে দ্বিতীয় টেস্টে বিজয় সুযোগ পাবেন কিনা- তা জানতে অপেক্ষা করতে হবে ২৪ তারিখ পর্যন্ত।

দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে জায়গা হয়েছে বিজয়ের। সর্বশেষ ২০১৪ সালে সাদা পোশাকের সংস্করণে খেলেছেন তিনি। দলে ফিরতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বিজয়কে। দারুণ সম্ভাবনাময় এক ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলে এসেছিলেন বিজয়। ক্যারিয়ারের শুরুটা ছিল আশাজাগানিয়া। কিন্তু ২০১৫ বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে পড়েন। এরপর দলে ফিরলেও আর ধারাবাহিক হতে পারেননি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments