শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeখেলাধুলারাতে এসে সকালেই মাঠে নেমে পড়লেন হাথুরুসিংহে

রাতে এসে সকালেই মাঠে নেমে পড়লেন হাথুরুসিংহে

বাংলাদেশ প্রতিবেদক: গত রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান তিনি। তবে বাংলাদেশে এসে বিশ্রামের ধার ধারেননি এই কোচ, রাত ফুরাতেই নেমে পড়েছেন মাঠে। পা রেখেছেন চিরচেনা মিরপুরের হোম অফ ক্রিকেটে।

বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময়ের এই রূপকার আগামী দুই বছরের জন্য আবারো বুঝে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব। প্রায় অর্ধযুগ পর পুরনো ভূমিকায় ফিরে এসেছেন তিনি। এখন থেকে আবারো পরিকল্পনা আঁকবেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে, মাথা খাটাবেন সাকিব-তামিমদের রণ পরিকল্পনা নিয়ে।

সময় অপচয় না করার জন্যে বেশ খ্যাতি আছে হাথুরুসিংহের, আজো দেখা গেল তাই। গতরাতে বাংলাদেশে এসে আজই চলে এসেছেন মাঠে, নেমে পড়েছেন কাজে। সকাল-সকালই মিরপুরে ছুটে এসেছেন তিনি, দেখা করছেন রেখে যাওয়া শিষ্যদের সাথে, কুশলাদি বিনিময় করছেন নিজেদের মাঝে।

সেখানে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহানসহ অনেক ক্রিকেটার। এই সময় ইবাদতকে দেখে ‘স্যালুট’ দিতে দেখা যায় হাথুরুসিংহেকে।

মাঠে আসতেই দেখা হয়েছে টাইগারদের স্পিন কোচ স্বদেশী রঙ্গনা হেরাথের সাথে। দু’জনের সম্পর্ক বেশ ভালো। একসময় তারা ছিলেন খেলোয়াড়ি জীবনের সতীর্থ, তবে এবার উভয়ে বনে গেলেন কোচিং-সতীর্থ। মাঝে অবশ্য হাথুরুসিংহের অধীনেও খেলেছেন হেরাথ। পাশাপাশি আরেক স্বদেশী মিরপুরের পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সাথেও হাত মিলিয়েছেন হাথুরু, আলিঙ্গন করেছেন দু’জনে।

এর মাঝেই হাথুরুসিংহের দেখা হয়ে গেছে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সাথে। দু’জনের আলোচনার মাঝেই ব্যাটিং কোচ জেমি সিডন্সের সাথেও হাত মিলিয়েছেন হাথুরু। খানিক বাদেই মাঠে এসে পৌঁছান খালেদ মাহমুদ সুজনও। টিম ডিরেক্টরের সাথে বেশ হাসিমুখেই কথা বলেন হাথুরুসিংহে। সব মিলিয়ে সবার সাথেই নিজেকে ক্ষাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন টাইগারদের এই নতুন কোচ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments