শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeখেলাধুলাবিশ্বকাপে মাহমুদউল্লাহকে দলে দেখছেন না সুজন

বিশ্বকাপে মাহমুদউল্লাহকে দলে দেখছেন না সুজন

বাংলাদেশ প্রতিবেদক: মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে দেখছেন না খালেদ মাহমুদ সুজন। বিসিবির এই পরিচালকের মতে বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহকে রাখা হবে না বলেই নিয়মিতই সিরিজগুলোতে দেখা যাচ্ছে না তাকে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে এমন আশঙ্কার কথা উল্লেখ করেন সুজন।

বিস্ময়করভাবেই গত আয়ারল্যান্ড সিরিজের ঘোষিত দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। এরপর থেকেই একটা প্রশ্ন ভেসে বেড়াতে শুরু হয় ক্রিকেটপাড়ায়, তবে কি বাংলাদেশ ক্রিকেটে শেষ মাহমুদউল্লাহ রিয়াদের অধ্যায়? ফর্মও যে কথা বলছিল না তার পক্ষে।

যদিও তার দলে না থাকাকে বিশ্রাম বলে উল্লেখ করেছিল বিসিবি, প্রধান কোচও আশ্বাস দিয়ে বলেছিলেন, রিয়াদ বিশ্বকাপ দলে থাকবেন। তবে এবার ইংল্যান্ড সফরেও মাহমুদউল্লাহ না থাকায় আসন্ন ভারত বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহর সুযোগ নেই বলে মনে করছেন সুজন।

তিনি বলেন, ‘রিয়াদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু যদি আমি সত্যি বলি, রিয়াদকে আমি বিশ্বকাপে দেখছি না। কারণ যদি তাকে বিশ্বকাপে দেখতাম এই সিরিজগুলোতেও থাকত। তাছাড়া হৃদয় ভালো করছে। তবে আফিফও কিন্তু এখন দলে নেই।’

সুজন আরো যোগ করেন, ‘গুরত্বপূর্ণ একটা জায়গায় খেলেছে সে। যেখানে আপনি হিরোও হতে পারেন, জিরোও হতে পারেন। রিয়াদ দুটির স্বাদই পেয়েছে। অনেক ম্যাচ আছে যেগুলো একাই জিতেছে। কিন্তু মূল কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা কেমন। রিয়াদকে দলে কতটুকু দরকার বা ওর বদলে যারা খেলছে পারফর্ম করছে কি না। যদি পারফর্ম করে, দল যদি সন্তুষ্ট থাকে; তাহলে রিয়াদের সুযোগ কম হয়ে যাবে।’

সুজনের মতে, বিশ্বকাপ পরিকল্পনায় মাহমুদউল্লাহ থাকলে তাকে অবশ্যই আগে থেকে সিরিজ খেলতে হবে। ‘আমার মনে হয় বিশ্বকাপের আগে হঠাৎ আনা ঠিক হবে না। তার আগেই ওকে এনে সিরিজ ও ম্যাচ দিতে হবে। সুপার লিগের ম্যাচগুলোতে রিয়াদ নিজেকে কীভাবে মেলে ধরে সেটাও দেখার বিষয়।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments