রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeখেলাধুলাতামিম-এবাদতকে মিস করবেন সাকিব ও হাথুরুসিংহে

তামিম-এবাদতকে মিস করবেন সাকিব ও হাথুরুসিংহে

বাংলাদেশ প্রতিবেদক: জোর গলায় হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে বললেন, পূর্ণ প্রস্তুত হয়েই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। গত চার সপ্তাহ যাবত যেভাবে অনুশীলন চলেছে, তাতে আত্মবিশ্বাস তুঙ্গে থাকাটাই স্বাভাবিক বটে। তবে একটুখানি অপূর্ণতা রয়ে গেছে, পূর্ণ শক্তির দল নিয়ে যাওয়া হচ্ছে না এশিয়া কাপে। তামিম ইকবালের পর চোটের কারণে বহরে নেই এবাদত হোসেন।

এশিয়া কাপে অংশ নিতে রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্য উড়াল দেবে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে আজ শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ হাথুরাসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান। এই সময় দু’জনেই এবাদত দলে না থাকায় আক্ষেপ প্রকাশ করেন। সাকিব কথা বলেন বন্ধু তামিম ইকবালকে নিয়েও।

এশিয়া কাপের মতো আসরে তামিমের অভিজ্ঞতা মিস করছেন সাকিব। দলের তরুণ ক্রিকেটারদের সুবিধার জন্যে তামিমকে দরকার ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, অভিজ্ঞ ক্রিকেটাররা দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে থেকে তারা কতটুকু কন্ট্রিবিউট করে, এটার ওপর নির্ভর করে অনেক কিছু। অবশ্যই অভিজ্ঞ ক্রিকেটারের দাম আছে।’

অভিজ্ঞ ক্রিকেটার থাকা দলের জন্য কী কাজে আসে, তারও উদাহরণ টানেন সাকিব। বলেন, অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে এবং বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে জানা যায়। একজন অভিজ্ঞ ক্রিকেটার যখন নিজের অভিজ্ঞতা শেয়ার করে, তখন সেটা সবার জন্য সুবিধা হয়, বিশেষ করে নতুনদের জন্যে।’

এদিকে দলে থাকলেও শেষ মুহূর্তে এসে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। গত আফগানিস্তান সিরিজে পাওয়া চোট এক মাসেও কাটিয়ে উঠতে পারেননি তিনি। যা দলের জন্য বড় ধাক্কা হিসেবে মানছেন অধিনায়ক ও কোচ।

এবাদতকে দলের অন্যতম সেরা অস্ত্র আখ্যা দিয়ে হাথুরুসিংহে বলেন, ‘সে আমাদের ইমেপক্টফুল বোলারদের একজন। আমাদের পাঁচজন পেসার যারা শেষ কয়েকটি সিরিজে খেলেছে তাদের মাঝে সে দ্রুতগতির বোলার। তাই তার না থাকা আমাদের জন্য বড় ক্ষতি এবং তার বিকল্প বের করাও এখন আমাদের জন্য কঠিন কাজ। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।’

ইবাদতের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন সাকিব। তবে তাতে দমে না গিয়ে লড়াই করার আহ্বান জানান অধিনায়কের। বললেন যেতে হবে বহুদূর, ‘দুর্ভাগ্যজনকভাবে সে যেতে পারছে না। খুবই গুরুত্বপূর্ণ একজম সদস্য। সে জায়গা থেকে এটা আমাদের জন্য একটা ধাক্কা। তারপরও সে ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি এবং যে ধরনের স্কোয়াড আছে, আমরা আশা করছি অনেকদূর যেতে পারব।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments