মঙ্গলবার, মে ১৪, ২০২৪
Homeখেলাধুলাঅবসরের কথা নিজেই জানালেন সাকিব

অবসরের কথা নিজেই জানালেন সাকিব

বাংলাদেশ প্রতিবেদক: এই বয়সে এসেও সাকিব আল হাসান তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলে যাচ্ছেন সমান দাপটে। এখনো বাংলাদেশ দলের মূল ভরসা তিনি। পঞ্চপাণ্ডবের মাঝে একমাত্র তিনিই আছেন দলে। শুধু খেলছেন বললে ভুল হবে, দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে। তবে এরই মাঝে তিনি জানালেন নিজের অবসর ভাবনা।

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসে একটি সাক্ষাৎকার দিয়ে গেছেন সাকিব আল হাসান। ওই সাক্ষাৎকারে তার দিকের আঙুল তোলা অনেক অভিযোগেরই যেমন জবাব আছে। পাশাপাশি সাকিব কথা বলেছেন, নিজের ভবিষ্যৎ আর বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়েও।

সাকিব আল হাসান জানান, বিশ্বকাপের শেষ ম্যাচ দিয়েই অধিনায়কত্বের ইতি টানবেন তিনি৷

সাকিব বলেন, ‘এখনকার যে বাস্তব পরিস্থিতি, আমি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব। এক দিন পরেও না।’

তবে বিশ্বকাপে ভালো কিছু করার সম্ভাবনা আছে জানিয়ে সাকিব বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারব।’

বিশ্বকাপের পরেই ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেও সাকিব আপাতত ২০২৫ পর্যন্ত খেলে যাওয়ার স্বপ্ন দেখেন। সাক্ষাৎকারের শেষ দিকে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার আমি যদি দেখি, এখন পর্যন্ত ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।’

প্রশ্ন করা হয়, এটা কি ওয়ানডে সংস্করণের জন্য?

তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ওয়ানডের জন্য।’

টি-টোয়েন্টি আর কত দিন খেলবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০২৪ বিশ্বকাপ, দ্যাটস ইটস। আর টেস্ট হয়তো আরো আগেই ছেড়ে দেব।’

তবে একটা সম্ভাবনাও রেখে দিলেন সাকিব। বললেন, ‘এটা এখন পর্যন্ত ভাবনা। হু নোজ, ভবিষ্যৎ কে বলতে পারে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments