মঙ্গলবার, মে ৭, ২০২৪
Homeখেলাধুলাশ্রীলঙ্কার বিপক্ষে ১৫৬ রানে অলআউট ইংল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৬ রানে অলআউট ইংল্যান্ড

বাংলাদেশ প্রতিবেদক: এবারের আসরে যেন নিজেদের খুঁজেই পাচ্ছে না ইংল্যান্ড। শিরোপা ধরে রাখারা মিশনে এসে রীতিমতো ধুঁকছে দলটা। আজ শ্রীলঙ্কার বিপক্ষেও সেই একই রূপে ইংল্যান্ড। কোনোরকমে টেনেটুনে পার হয়েছে দেড় শ’ রানের গণ্ডি৷ ৩২.২ ওভারে ইংলিশরা অলআউট মাত্র ১৫৬ রানে।

এম চেন্নাস্বামীতে টসে জিতে ব্যাট করতে নেমে ৮৫ রানেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে একাই দলকে টানেন বেন স্টোকস। তবে তার ইনিংসটাও বড় হয়নি, ৭৩ বলে ৪৩ রানের ইনিংসটা শুধু ইংলিশদের তিন অংকে পৌঁছাতে সহায়তা করেছে৷

জয়ের ধারায় ফিরতে মরিয়া ইংলিশরা অবশ্য শুরুটা করেছিল ভালোই। ৬.২ ওভারে স্কোরবোর্ডে তুলেছিল ৪৫ রান। মনে হচ্ছিলো দেরিতে হলেও হয়তো স্বরূপে ফিরেছে বাটলার বাহিনী। তবে সেই ভাবনা থমকে যায় পরের বলেই৷ ২৫ বলে ২৮ রানে ফেরেন ডেভিড মালান।

মালানকে ফিরিয়ে ইংলিশদের উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাথিউজ। তিনে নামা জো রুটও থিতু হতে পারেননি, ফেরেন ১০ বলে ৩ করে, রান আউট হয়ে৷ পাওয়ার প্লেতে ৫৭ রানে ২ উইকেট হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড।

১৩.২ ওভারে রাজিথা বেয়ারেস্টোকে ফেরালে ৬৩ রানে ৩ উইকেট হারায় দল। বেয়ারেস্টো ফেরেন ৩১ বলে ৩০ রানে। এরপর জোড়া আঘাত লাহিরু কুমারার। ১৫তম ওভারে জশ বাটলারকে (৮) ফেরানোর পর ১৭তম ওভারে ১ রানে ফেরান লিয়াম লিভিংস্টোনকেও। ৮৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড।

সেখান থেকে দলকে টানছিলেন বেন স্টোকস ও মইন আলি। তবে ৩৭ রান যোগ করতেই ভেঙেছে জুটি। মইন আলি ফিরেছেন ১৫ রানে, ম্যাথিউজের দ্বিতীয় শিকার হয়ে। ২৫ ওভারে ১২২ রানে ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। স্টোকসকে সঙ্গ দিতে ব্যর্থ হন ক্রিস ওকসও। ফেরেন ০ রানে।

৩১.১ ওভারে স্টোকসকে ফেরান লাহিরু কুমারা৷ এরপর ডেভিড উইলির ১৪ রান কেবল বলার মতো স্কোর। ৩ উইকেট নেন লাহিরু কুমারা, দুটো করে উইকেট নেন এঞ্জেলা ম্যাথিউস ও কাসুন রাজিথা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments