মঙ্গলবার, মে ৭, ২০২৪
Homeখেলাধুলামিরপুরে এসে ভক্তদের দুয়োধ্বনি শুনলেন সাকিব

মিরপুরে এসে ভক্তদের দুয়োধ্বনি শুনলেন সাকিব

বাংলাদেশ প্রতিবেদক: তার নামের জয়ধ্বনিতে অসংখ্যবার উত্তাল হয়েছে গ্যালারি, মুখরিত হয়েছে চারপাশ ‘সাকিব-সাকিব’ স্লোগানে। বহুবার পেয়েছেন নতশির সম্মান। সেই সাকিব-ই বিপরীত এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন। তোপের মুখে পড়তে হলো তাকে! শুনতে হলো দুয়োধ্বনি! তবুও আবার নিজ দেশেই!

এখন পর্যন্ত নানা বিতর্কে জড়ালেও কখনো ভক্তরা দূরে সরে যায়নি। তবে বিশ্বকাপে দলের এমন দূরবস্থা বেশ মর্মাহত সমর্থকরা। দলের উপর ক্ষেপেও আছে তারা। যা খানিকটা আজ প্রকাশ পেল মিরপুরে।

এদিন অনুশীলন করতে এসে এমন ঘটনার সম্মুখীন হন সাকিব। ইনডোরে অনুশীলন শেষে যখন মাঠ ছাড়ছিলেন তিনি, তখনই একদল মানুষ একত্রিত হয়ে ক্ষোভ ঝাড়তে থাকেন। এমনকি একটা সময় ‘ভুয়া ভুয়া’ বলে দুয়ো দিতে থাকেন। যা দেশের ক্রিকেটে বিরল ঘটনা।

নানা সমালোচনার মুখে পড়লেও কখনোই দর্শকদের একতরফা রোষের মুখে পড়তে হয়নি তাকে। তবে এই বিশ্বকাপ সাকিব ও দলকে যেন ফেলে দিয়েছে বিপাকে।

আসরটা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে জয়ের পর টানা চার হার; সেমিফাইনাল থেকে ছিটকে গেছে অনেকাংশেই। আছে পয়েন্ট টেবিলের তলানিতে।

তলানিতে ব্যাট হাতে অধিনায়ক সাকিবও। দলের খারাপ সময়ে ধুঁকছেন তিনিও। এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। যা মোটেও সাকিব সুলভ নয়।

এমতাবস্থায় পরবর্তী ম্যাচের আগে দীর্ঘ ছুটি পাওয়ায় গতকাল বুধবার দেশে ফেরেন সাকিব। প্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথে শুরু করেন বিশেষ অনুশীলন। নিজেকে ফিরে পেতে করছেন আপ্রাণ চেষ্টা। তবে দেশে এসেও স্বস্তি পাচ্ছেন না। চাপে রেখেছেন সমর্থকরা।

২৭ অক্টোবর ফের ভারতে দলের সাথে যুক্ত হবেন তিনি। কলকাতায় দলকে নেতৃত্ব দেবেন পরদিন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments