মঙ্গলবার, মে ৭, ২০২৪
Homeখেলাধুলাসাকিব শ্রীলঙ্কা এলে ইট ছোড়া হবে: হুমকি দিলেন ম্যাথিউসের ভাই

সাকিব শ্রীলঙ্কা এলে ইট ছোড়া হবে: হুমকি দিলেন ম্যাথিউসের ভাই

বাংলাদেশ ডেস্ক: অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করার পর থেকেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সমালোচনার ঝড় শ্রীলঙ্কায়। সাকিবের আচরণ শ্রীলঙ্কার কেউই মেনে নিতে পারছে না। এর মধ্যেই সাকিবের উদ্দেশে সরাসরি হুমকি দিলেন শ্রীলঙ্কার তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই ট্রেভিস।

তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কায় খেলতে এলেই শাকিবের উদ্দেশে ইট ছোড়া হবে।’

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় যান সাকিব। তাছাড়া দু’দেশের মধ্যে দ্বি-পক্ষীয় সিরিজ তো রয়েছেই। আগামী দিনে এ কারণে সাকিব শ্রীলঙ্কায় খেলতে গেলে তার জন্যে অন্য রকম ‘অভ্যর্থনা’ অপেক্ষা করে রয়েছে বলেই মনে করা হচ্ছে।

ট্রেভর বলেন, ‘আমরা অত্যন্ত হতাশ। বাংলাদেশের অধিনায়কের কোনো ক্রিকেটীয় সংস্কৃতিই নেই। ভদ্রলোকের খেলায় মানবিকতার কোনো উদাহরণই দেখা গেল না ওর মধ্যে। ওর এবং গোটা বাংলাদেশ দলের থেকে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। শ্রীলঙ্কায় সাকিবকে স্বাগত জানানো হবে না। যদি ও এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএলের ম্যাচ খেলতে আসে তা হলে ওর দিকে ইট ছোড়া হবে। সমর্থকদের রাগ কতটা সেটা তখনই বুঝতে পারবে ও।’

ওই দিনের ঘটনার পর সাকিব বলেছিলেন, ‘অ্যাঞ্জেলো মাঠে নামার আগে আমার দলের এক জুনিয়র ফিল্ডার দৌড়ে এসে আমাকে জানাল যে আবেদন করলে আউট পাওয়া যেতে পারে। আমি আম্পায়ারের কাছে আবেদন করতে পারি। সাথে সাতে আমি সেটাই করলাম।’

ম্যাথিউস বলেছিলেন, ‘আমি কোনো ভুল করিনি। তৈরি হওয়ার জন্য দুই মিনিট সময় ছিল, যা আমি পালন করেছিলাম। সরঞ্জাম ঠিক না থাকলে কী করব? জানি না বাংলাদেশের সাধারণ বুদ্ধি কোথায় চলে গিয়েছিল? সাকিব এবং বাংলাদেশের লজ্জাজনক আচরণ। বাংলাদেশ যদি ক্রিকেট খেলার জন্যে এত নিচে নামতে পারে, তা হলে নিশ্চিতভাবেই কিছু একটা সমস্যা হয়েছে। সাধারণ বুদ্ধি কাজে লাগালেই হতো।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments