শুক্রবার, মে ৩, ২০২৪
Homeখেলাধুলাছুটিতে লিটন, নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত

ছুটিতে লিটন, নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত

বাংলাদেশ প্রতিবেদক: ইনজুরির কারণে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সদ্যই কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের সহ অধিনায়ক লিটন দাস। বাবা হওয়ার পর ২ মাসের ছুটি চেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাই শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ২ টেস্টের সিরিজে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

ইতোমধ্যে বাংলাদেশ দলকে ৩ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এর মধ্যে বিশ্বকাপেই দিয়েছেন ২ বার। তবে এই প্রথম টেস্টের নেতৃত্বে আসছেন তিনি। দেশের ১৩তম টেস্ট অধিনায়ক হলেন শান্ত। যদিও সেটা আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেই।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সাকিবের অনুপস্থিতিতে টেস্টের নতুন অধিনায়ক নিয়ে জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই মাসের ছুটি চেয়েছিল, আমরা এক মাসের অনুমতি দিয়েছি। সাকিব চোটের কারণে নেই, এই অবস্থায় আসন্ন সিরিজের দুটি টেস্টে শান্ত অধিনায়ক থাকবে।’

জালাল ইউনুস আরও জানিয়েছেন, শনিবারই ঘোষণা করা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলায়, শুরু হবে ৬ ডিসেম্বর। এরপর কিউইদের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে টাইগাররা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments