শনিবার, মে ৪, ২০২৪
Homeখেলাধুলাইতিহাস গড়ে বিশ্বকাপে উগান্ডা, বাদ জিম্বাবুয়ে

ইতিহাস গড়ে বিশ্বকাপে উগান্ডা, বাদ জিম্বাবুয়ে

বাংলাদেশ প্রতিবেদক: আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল উগান্ডা। বৃহস্পতিবার রুয়ান্ডাকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। বাছাইপর্বের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে নামিবিয়ার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে উগান্ডা। এতে বিশ্বকাপ থেকে ছিটকে গেল টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়ে। সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সিকান্দার রাজারা।

বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে খেলতে নেমে টসে জিতে রুয়ান্ডাকে আগে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। তবে সব ম্যাচে পরাজিত হওয়া উগান্ডা ব্যাট হাতে লড়াইয়ের মত পুঁজি গড়তে পারেনি। উগান্ডার বোলিং তোপে ১৮.৫ ১৮.৫ ওভারে অল আউট হওয়ার আগে ৬৫ রানের সংগ্রহ গড়ে রুয়ান্ডা। দেশটির হয়ে ইনিংস সর্বোচ্চ ১৯ রান করেছেন এরিক দুশিংজিমানা।

জবাবে ৩১ রানের উদ্বোধনী জুটি গড়ে রোনাক প্যাটেল আউট হলেও সাইমন সেসাজি ম্যাচ শেষ করে ফেরেন। রোনাক প্যাটেলের ব্যাটে আসে ২০ বলে ১৮ রান। সাইমন অপরাজিত থাকেন ২১ বলে ২৬ রান করে। অন্যপ্রান্তে রজার মুকাসা ৮ বলে ১৩ রান করেন। মাত্র ৮.১ ওভারেই লক্ষ্যে পেরিয়ে যায় উগান্ডা।

দিনের আরেক ম্যাচে কেনিয়ার বিপক্ষে রান বন্যা বইয়ে দিলেও টিকতে পারেনি জিম্বাবুয়ের। ছয় ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে উগান্ডার। উগান্ডার কাছে হারটাই জিম্বাবুয়ের জন্য হয়ে যাচ্ছে দুঃখের কারণ। গত ওয়ানডে বিশ্বকাপ খেলতে না পারা টেস্ট মর্যাদা সম্পন্ন দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছে দর্শক হয়ে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments