বাংলাদেশ প্রতিবেদক: ঢাকাস্হ কাজিরহাট সমিতির এক সাধারন সভা মিরপুর ঢাকা-সমিতির অস্হায়ী কার্যালয় সমিতির সভাপতি জনাব সামসূল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় সমিতির আজীব সদস্য সংখ্যা বৃদ্ধি, সমিতির আয় ব্যায় এর হিসাব , সমিতির কমিটি ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয় ।
উক্ত সভায় জনাব শহিদুল ইসলাম বাদল (আহবায়ক ) ও আবুল কালাম আজাদ (আকন) কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।
সদস্য –
আবদুর রহমান (আন্দারমানিক)
সোহেল হক (আন্দারমানিক)
মাহমুদ বিশ্বাস (লতা)
ছালাম কবির সেলিম (বিদ্যানন্দপুর)
জাহাঈীর খান (বিদ্যানন্দপুর)
একে আজাদ (ভাষানচর)
মনিরুল ইসলাম (ভাষানচর)
সেকান্দার আবু জাফর (জয়নগর)
মো: তানভীর (জয়নগর)
সভায় উপস্থিত ছিলেন পাচ ইউনিয়েন প্রায় অর্ধশত গন্যমান্য ব্যাক্তিবর্গ ।