বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeপ্রশাসনরংপুর মেট্রোপলিটন পুলিশের কোন অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবেনা: পুলিশ কমিশনার

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোন অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবেনা: পুলিশ কমিশনার

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বলেছেন দেশে সর্ব কনিষ্ট রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমে কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করা হবেনা । আগামিতে রংপুরে মেট্রোপলিটন পুলিশের ডোপ টেষ্ট করা হবে । রংপুর মেট্রোপলিটন এলাকায় মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে ।সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে গত ১বছরের সার্বিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন । সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যানমূলক কার্যক্রম প্রদর্শন ও পর্যালোচনা করা হয়। মতবিনিময় সভায় বিগত দিনে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ নিয়ন্ত্রন, ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা নজরদারিসহ বিশেষ শাখায় আগাম তথ্য সংগ্রহ এবং অপরাধ প্রতিরোধমূলক বিভিন্ন কার্যক্রমের সন্তোষ প্রকাশ করা হয়। সেই সঙ্গে আগামী দিনগুলোতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকরী ও জনবান্ধব করার লক্ষ্যে বেশ কিছু পরামর্শ ও দিকনির্দেশনা উঠে আসে। উপস্থিত সংবাদমাধ্যম কর্মীগণ মহানগরীর বিভিন্ন এলাকায় তথা তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ড, শাপলা মোড় এলাকা, মুলাটোল এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে পুলিশি নজরদারী বৃদ্ধির আহŸবান জানান।মহানগরী এলাকায় মাদকদ্রব্য সরবরাহের অন্যতম রুট হিসেবে সীমান্তবর্তী লালমনিরহাট জেলার খুনিয়াগাছ এলাকা হয়ে মহানগরীর হারাগাছ থানা এলাকায় পুলিশি নজরদারী ও প্রতিরোধমূলক ব্যবস্থা মহানগরীর মাদকদ্রব্যের অপব্যবহারকে অনেকাংশে নিয়ন্ত্রন করবে মর্মে মতবিনিময় সভায় জানানো হয়। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার ও আরো বেশি কার্যকরী করার জন্য বির্তকের উদ্ধে থাকা উদ্যমী লোকজনকে কমিটিতে সম্পৃক্তের মাধ্যমে ইভটিজিং এর মতো অসামাজিক কার্যকলাপ বন্ধসহ পাড়া-মহল্লায় মাদকদ্রব্য অপব্যবহারকারীদের নিয়ন্ত্রনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ফলপ্রসূ হবে বলে পর্যালোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন রংপুর প্রেস ক্লাব সাধারন সম্পাদক রফিক সরকার, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, সাজ্জাদ হোসেন বাপ্পী, মইনুল হক, এসএম পিয়াল সহ অন্যান্য সাংবাদিকগণ । এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা শামীমা পারভীন সহ অন্যান্য কর্মকর্তাগণ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments